ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সুজা মিয়া (৫৫)। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সুজা মিয়ার গ্রামের বাড়ি জামালপুর জেলার তেতুলিয়া গ্রামে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডাক্তার এমদাদ উল্লাহ খান। তিনি জানান, সুজা মিয়া বুধবার (৫ নভেম্বর) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু শনাক্তের পাশাপাশি নানা রোগে ভুগছিলেন তিনি। বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১১৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে পুরুষ রোগী ৮৫, নারী ২৪জন ও শিশু ৬ জন।
চলতি বছরে এ পর্যন্ত ১৪ জন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

















