প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘ক্ষমতায় রাজনৈতিক দলগুলোই থাকবে, আর নির্বাচনের মাধ্যমেই তারা আসবে। রাজনীতিতে গণতন্ত্রই হচ্ছে সলিড ফাউন্ডেশন।’
শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে– এ নিয়ে কোনও সংশয় নেই। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে, আর এবারের নির্বাচন হবে দেশের শ্রেষ্ঠ নির্বাচন।
‘আগে দেশে “মব ভায়োলেন্স” ছিল, এখন নেই। তা দৃঢ়ভাবে দমন করা হয়েছে। দেশের সবখানে নির্বাচনি প্রচারণা শুরু হয়ে গেছে। সব দল প্রার্থীর নাম ঘোষণা করছে, মিছিল-মিটিং করছে। কেউ নির্বাচন ঠেকাতে পারবে না।’
নির্বাচনের তফসিল বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘তফসিল কবে হবে– সেটা নির্বাচন কমিশনই ভালো বলতে পারবে। তবে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনও আশঙ্কা নেই।’ অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান প্রেস সচিব।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ ৮৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন– এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা পতিত সরকারের প্রপাগান্ডা। যারা পতিত সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন, তারাই এসব ভুয়া কথা প্রচার করছেন। কিছু মিডিয়া এসব অসত্য বক্তব্যও প্রচার করছে।’
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

















