Swadhin News Logo
শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

এক মোটরসাইকেলে ৩ জন, অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো সবার

প্রতিবেদক
Nirob
নভেম্বর ৭, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ
এক মোটরসাইকেলে ৩ জন, অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো সবার

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে চারঘাট উপজেলার শিশাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন ও পরে একজনের মৃত্যু হয়।  

নিহতরা হলেন- চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে শিমুল আক্তার তুহিন (২৫), একই গ্রামের মিলনের ছেলে মারুফ (১৮) ও এসকে বাদাল গ্রামের (১৪ মাথা) আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। এ সময় শিশাতলা এলাকায় বিপরীত দিক থেকে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারা সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তুহিন ও শিমুলের মৃত্যু হয়। আর মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চারঘাট থানার ওসি মিজানুর রহমান বলেন, তিন জনের মৃত্যু হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক