Swadhin News Logo
শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মুন্সীগঞ্জে হঠাৎ ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ

প্রতিবেদক
Nirob
নভেম্বর ৮, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জে হঠাৎ ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ

মুন্সীগঞ্জ সদর উপজেলার ৬৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।

২০০৮ ও ২০০৯ সালে নিয়োগপ্রাপ্ত এসব সহকারী শিক্ষক ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সুবিধা পান। এরপর ২০১৮ ও ২০১৯ সাল থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাদের উচ্চতর গ্রেড প্রদান করেন। দীর্ঘদিন ধরে সেই সুবিধা ভোগ করলেও চলতি মাস থেকে কোনও ঘোষণা বা লিখিত নির্দেশনা ছাড়াই তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, চলতি বছরের ২০ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রের আলোকে মুন্সীগঞ্জ হিসাবরক্ষণ অফিসের অডিটর মেহেদী হাসান শরীফ জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানান, এসব শিক্ষকের উচ্চতর গ্রেড বাতিল হতে পারে। এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিস উপজেলা শিক্ষা অফিসকে বেতন বন্ধ রাখার নির্দেশ দেয়। এ ঘটনায় একাধিক শিক্ষক অভিযোগ করেন, তাদের সঙ্গে এ বিষয়ে কোনও আলোচনা বা লিখিত নোটিশ দেওয়া হয়নি।

সদরের নৈরপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘আমরা হঠাৎ দেখি বেতন বন্ধ। জানতে শিক্ষা অফিসে গেলে বলা হয়, জেলা হিসাবরক্ষণ অফিসের নির্দেশ এসেছে। কিন্তু সেই চিঠি কেউ আমাদের দেখাতে পারেনি।’

একাধিক শিক্ষক অভিযোগ করে জানান, বেতন বন্ধের বিষয়ে জানতে জেলা হিসাবরক্ষণ অফিসে গেলে সেখানে দায়িত্বে থাকা অডিটর মেহেদী হাসান শরীফ তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। শিক্ষকরা দাবি করেছেন, ওই কর্মকর্তা তাদের ‘অকথ্য ভাষায় গালাগাল’ করেন এবং অফিসে প্রবেশের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

শিক্ষক খালেদা আক্তার নীলা জানান, শিক্ষকরা এ ঘটনায় গত বৃহস্পতিবার জেলাপ্রশাসক ফাতেমা তুল জান্নাত বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। কোনও ভুল থাকলে তা যাচাই করে সংশোধন করা হোক, কিন্তু একযোগে বেতন বন্ধ রাখা অযৌক্তিক ও অমানবিক।

জেলা হিসাবরক্ষণ অফিসের অডিট অফিসার মেহেদি হাসান শরীফ বলেন, ‘তাদের (ভুক্তভোগী শিক্ষকদের) সঙ্গে খারাপ আচরণ ও গালাগালি করার দাবি মিথ্যা। তারা উল্টো ২০-২৫ জন নিয়ে এসে আমাকে হুমকি দিয়েছে। আর তাদের বেতন আটকে রাখা হয়েছে উপজেলা শিক্ষা অফিসের চিঠির কারণে।’

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  আব্দুল মোমিন মিঞা বলেন, ‘জেলা হিসাবরক্ষণ অফিসের লিখিত চিঠির পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকদের বেতন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তাদের দাবি, গ্রেড উন্নীতকরণ সমস্যায় বেতন আটকে গেছে শিক্ষকদের। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ১০-১৫ দিন সময় লাগবে। এরপর থেকে ওই শিক্ষকরা আগের গ্রেডে নিয়মিত বেতন পাবেন।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
কারফিউয়ের পর গোপালগঞ্জে ফের ১৪৪ ধারা চলছে

কারফিউয়ের পর গোপালগঞ্জে ফের ১৪৪ ধারা চলছে

তেহরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

তেহরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

আদালতে মামলা করে ফেরার পথে অপহরণের শিকার ৩ জনকে উদ্ধার

আদালতে মামলা করে ফেরার পথে অপহরণের শিকার ৩ জনকে উদ্ধার

মিসরে ট্রাম্প-সিসির সভাপতিত্বে ঐতিহাসিক শান্তি সম্মেলন সোমবার

মিসরে ট্রাম্প-সিসির সভাপতিত্বে ঐতিহাসিক শান্তি সম্মেলন সোমবার

চাঁদপুরে পছন্দের প্রার্থী মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ-অ‌গ্নিসং‌যোগ

চাঁদপুরে পছন্দের প্রার্থী মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ-অ‌গ্নিসং‌যোগ

মুক্তিপণ দিয়ে মিললো শিশুর মরদেহ

মুক্তিপণ দিয়ে মিললো শিশুর মরদেহ

রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

সন্তানদের সামনে মাকে ছুরিকাঘাত করে হত্যা করলো বাবা

সন্তানদের সামনে মাকে ছুরিকাঘাত করে হত্যা করলো বাবা

আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তার সুযোগে মানবাধিকারকর্মীদের বন্দি করে ইসরায়েল: থুনবার্গ

আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তার সুযোগে মানবাধিকারকর্মীদের বন্দি করে ইসরায়েল: থুনবার্গ

মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে

মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে