প্রথমবারের মতো সাতক্ষীরা জেলায় নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আফরোজা আখতার। তিনি ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
অন্তর্বর্তীকালীন সরকার সাতক্ষীরাসহ দেশের আরও ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আফরোজা আখতার পাবনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদফরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হয়েবেন।
নতুন এ নিয়োগকে প্রশাসনিক অঙ্গনে ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

















