রাজশাহীর বাঘা উপজেলায় কারিমা খাতুন (১৮) নামে এক কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নিজ শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
কারিমা খাতুন উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের কামরুল ইসলামের মেয়ে এবং এরশাদ আলী মহিলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গেম খেলার সময় মোবাইল কেড়ে নেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দেন কারিমা খাতুন। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

















