ইয়াবাসহ গ্রেফতার হওয়া চট্টগ্রামের মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম এবং সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছালাউদ্দিন সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনও অনৈতিক বা অপকর্মের দায়-দায়িত্ব যুবদল বহন করবে না।
এর আগে শুক্রবার রাতে ১০০ পিস ইয়াবাসহ ছালাউদ্দিনকে গ্রেফতার করেছিল মীরসরাই থানা পুলিশ।

















