মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার বোনের মৃত্যু হয়েছে। তারা চাচাতো-জেঠাতো বোন। রবিবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলার রাজনগর গ্রামের মসুরিভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- রাজনগর গ্রামের আব্দুস সামাদের বড় মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার (১৪) ও ছোট মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিফা আক্তার (১০), সামাদের ছোট ভাই ইসার আলীর মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার (১৪) এবং শাহারুল ইসলামের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী আলেয়া খাতুন (১০)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে চার বোন একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে চার শিশুর লাশ বিলে ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকালে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
তাদের মৃত্যুতে পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে ওসব পরিবারকে শোক জানাতে যান মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাপলা তুলতে গিয়ে চার বোনের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কাদায় পড়ে পানিতে তলিয়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
















