Swadhin News Logo
রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৬২ নেতাকর্মী

প্রতিবেদক
Nirob
নভেম্বর ৯, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
জামায়াতে যোগ দিলেন বিএনপির ৬২ নেতাকর্মী

কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে দলবদল করেছেন বিএনপির ৬২ নেতাকর্মী। এ ছাড়াও গণঅধিকার ও ছাত্র অধিকার পরিষদ থেকে আরও দুই জন তাদের দল ত্যাগ করে যোগ দিলেন জামায়াতে ইসলামীতে।

শনিবার (৮ নভেম্বর) রাতে জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় নবাগত সদস্যদের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারী যুবদল নেতা আল হারুন বলেন, আমি দীর্ঘ সময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু যে বিএনপিতে আমি কাজ করেছি, সেটি আর বর্তমান বিএনপি অনেক বদলে গেছে। যেহেতু রাজনীতি করি, বিভিন্ন দল পর্যালোচনা করে দেখেছি- বাংলাদেশে একমাত্র ইনসাফভিত্তিক রাজনীতি করে জামায়াতে ইসলামী। তাই আমি জামায়াতে যোগ দিয়েছি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের শিক্ষার্থীরা ভোট দিয়ে নেতৃত্বে এনেছে, এটাও আমাদের অনুপ্রাণিত করেছে।

বিএনপি থেকে যোগ দেওয়া নতুন সদস্যদের বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের যেসব নেতাকর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন, তাদেরকে আমি স্বাগত জানাই। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো। দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী জানান, আমি বিষয়টি জানি। আসলে যারা আমাদের দলের নীতি-আর্দশ ও লক্ষ্যতে একমত হয় এবং সেই মোতাবেক কাজ করার বিশ্বাস রাখেন, তারাই যোগ দিতে পারেন। তার মানে এই না, যে কেও যোগ দিতে চাইলেই আমরা তাদের মেনে নেবো। আমরা প্রথমেই তাদের যাচাই-বাছাই করবো, তারা কোন দল ত্যাগ করে আমাদের দলে আসতে চাচ্ছেন, তাদের যাবতীয় সব যদি সঠিক থাকে, তাহলেই আমরা তাদেরকে দলে অন্তর্ভুক্ত করবো।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, এখন পর্যন্ত তেমন কোনও তথ্য আমার কাছে নেই। আমি খোঁজ খবর নিচ্ছি। পরে বিস্তারিত বলতে পারবো।

জানা গেছে, বিএনপি ত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছেন করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন যুবদল নেতা আল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের মোট ৬২ জন নেতাকর্মী। এ ছাড়া গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার ও করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলাম জামায়াতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক মুছলেহ উদ্দিন সুমন, উপজেলা আমির আবুল কাশেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ, সেক্রেটারি নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, জয়কা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন আমির শেখ ফরিদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুসাব্বিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত