Swadhin News Logo
সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

‘মরণ রাস্তার মোড়ে’ বাসের ধাক্কায় অটোচালক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১০, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
‘মরণ রাস্তার মোড়ে’ বাসের ধাক্কায় অটোচালক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

রাজশাহীতে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটায় স্থানীয়রা এই মোড়টির নাম দিয়েছেন ‘মরণ রাস্তার মোড়’।  

নিহত অটোরিকশাচালকের নাম ইদ্রিস আলী (৫৫)। তিনি ছোটবনগ্রাম এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত এক নারী, এক পুরুষ এবং আট বছর বয়সী এক মেয়েশিশু চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারো রাস্তার মোড় থেকে একটু দূরে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক এবং তিন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বারো রাস্তার মোড়ে অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা জানান, বারো রাস্তার মোড়ে অপরিকল্পিত সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। কয়েক মাস আগে দুর্ঘটনার পর তারা অবরোধ করলে এখানে একটি গোলচত্বর করে সিটি করপোরেশন। তবে এ গোলচত্বর খুবই ছোট। তাই এখনও দুর্ঘটনা ঘটছে। তারা গোলচত্বর বড় করে নির্মাণ ও গতিরোধক দেওয়ার দাবি জানান।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে গিয়ে কথা বলেন। তারা এ বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনার ব্যাপারে থানায় মামলা হবে। বাসটিকে জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক