উচ্চ আদালতে জামিনের পর আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে।
সোমবার (১০ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ ছাড়া সাবেক মেয়র আইভীকে গ্রেফতারের সময় পুলিশের গাড়ি বহরে হামলা করা হয়। সেই ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে। এই দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’
এ বিষয়ে সাবেক মেয়র আইভীর আইনজীবী আওলাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টার মামলায় উচ্চ আদালত আইভীকে জামিন দিয়েছেন। আজ আরও দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর বিষয়ে আমি জানাতে পেরেছি।’
এর আগে গত ৯ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় তার জামিন দিয়েছেন হাইকোর্ট।
















