মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানায় তল্লাশি চালিয়েছে। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের টহল দল পুলিশকে সঙ্গে নিয়ে পূর্ব শীলমন্দি এলাকার সুমন লালের গোডাউন ঘরে তল্লাশি চালায়।
অভিযানকালে গোডাউন থেকে তিনটি সিসা কার্তুজ, পাঁচটি লোহার বাট, সাতটি লোহার ব্যারেল, সাতটি রিকয়েল স্প্রিং, একটি ওয়েল্ডিং মেশিন, একটি ড্রিল মেশিন, ছয়টি লোহার বোল্ট ও লোহার তৈরি লেদ মেশিনসহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম।
তিনি বলেন, আসন্ন নির্বাচন ও ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতি হিসেবে এই কারখানায় অস্ত্র তৈরি হচ্ছিল। এ ছাড়া ধারণা করা হচ্ছে, সম্প্রতি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সংঘটিত অস্ত্রের সরবরাহও এই স্থান থেকেই করা হয়েছিল। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত সরঞ্জামাদি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানায় রাখা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে। সাম্প্রতিক সময়ে চরাঞ্চলে সংঘর্ষ ও অস্থিরতার মধ্যে এই অস্ত্র কারখানায় তল্লাশি চালানোয় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

















