চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে রুহুল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের সমিতির পুল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী গ্রামের হোসেন আহমেদের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, গুলির শব্দে ছুটে এসে দেখেন ব্রিজের পাশে রাস্তায় গুলিবিদ্ধ যুবক পড়ে আছে। পাশে তার ব্যবহৃত মোটরসাইকেল। গুলির শব্দের পর পরই দ্রুত ঘটনাস্থল থেকে মোটরসাইকেলে কেউ বা কারা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তারাই গুলি করে দ্রুত পালিয়ে গেছে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম বলেন, ‘দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। আমরা ঘঠনাস্থলে গিয়েছি। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুর রকিব বলেন, দুর্বৃত্তরা পাইপগান বা শটগান দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। প্রাথমিকভাবে সবকিছু বিশ্লেষণ করে মনে হচ্ছে, ঘটনার সঙ্গে দুজন ব্যক্তি সম্পৃক্ত। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আমরা গ্রেফতার করতে সক্ষম হবো।’

















