বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপ-পরিচালক নাইমুর রহমানকে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকারের উপস্থিতিতে মাদারীপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে।
রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার বলেন, ‘ওই ব্যক্তি একদিন আগে এসে আমাদের হোটেলে অবস্থান করছিলেন। চাকরির সন্ধানে এসেছেন বলে আমাদের জানিয়েছিলেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।’
এ ব্যাপারে মাদারীপুর জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। খবর পাই, তিনি মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে সেই থানায় হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, গত ৯ নভেম্বর সকালে উপ-পরিচালক নাইমুর রহমান ব্যাংকে যাওয়ার পথে নিখোঁজ হন। পরে ঢাকার মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। এ বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে ও বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা ও পুলিশ সূত্রে জানা যায়, নাইমুর রহমান রবিবার অফিসে এসেছিলেন। দুপুর ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডি কার্ড রেখে বের হয়ে যান। এরপর তিনি নিখোঁজ হন। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি তার ব্যাচেরই একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েছিলেন। মেসেজ দেখে ধারণা করা হয়, তিনি হয়তো কোনও কারণে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন।

















