Swadhin News Logo
বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

‘আব্বু-আম্মু মাফ করে দিও, তোমাদের জন্য কিচ্ছু করতে পারলাম না’

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১২, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
‘আব্বু-আম্মু মাফ করে দিও, তোমাদের জন্য কিচ্ছু করতে পারলাম না’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন একটি ভবনের ফ্ল্যাট থেকে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কক্ষে রঙিন কাগজে লেখা চারটি চিরকুট পাওয়া গেছে। একটি চিরকুটে লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। নিহত ছাত্রীর নাম সোনিয়া সুলতানা (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ‌‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকার ইসলাম টাওয়ারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ওই টাওয়ারের সাততলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ পাওয়া যায়। ফ্ল্যাটে পরিবারের সঙ্গেই থাকতেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।

পুলিশ জানিয়েছে, তার কক্ষে চারটি চিরকুট পাওয়া গেছে। একটি চিরকুটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার যেন পোস্টমর্টেম না করা হয়। আম্মু, আব্বু, ধ্রুবতারা আমি খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহকে বলো আমাকে মাফ করে দিতে।’ আরেকটি চিরকুটে লেখা, ‘আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি মা। কবরের আজাব কীভাবে সহ্য করবো। আব্বুকে বলবা আমার কবরের পাশে থাকতে। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন।’ অন্য একটিতে লেখা, ‘আব্বু-আম্মু তোমরা আমাকে মাফ করে দিও। তোমাদের জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। আমার অনেক স্বপ্ন ছিল মা। আমি কিচ্ছু পারলাম না। আব্বু-আম্মু শুধু দোয়া করো যেন আমাকে মাফ করে দেন।’ আরও একটিতে লেখা, ‘আমি খুব করে বাঁচতে চেয়েছি বিশ্বাস করো তোমরা। কিন্তু নিজের সঙ্গে যুদ্ধ করে আর পেরে উঠলাম না।’

রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আকতার বানু বলেন, ‘বিষয়টি জেনেই ঘটনাস্থলে গিয়েছিলাম। মঙ্গলবার ক্লাসে সোনিয়ার ভাইভা ছিল। ভালো ভাইভা দিয়েছিল। কিন্তু কেন এমন করলো, বুঝতে পারছি না। কয়েকটি চিরকটু লিখে রেখে গেছে। সেখানে শুধু লেখা ‘মাফ করে দিও। পুলিশ প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। হয়তো তারা তদন্ত করলে বিষয়টি জানতে পারবে।’ 

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশ ঝুলছিল। এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। চিরকুটে ময়নাতদন্ত না করার অনুরোধ জানিয়ে গেছে। পরিবারও সেটি চায়নি। তাই ময়নাতদন্ত করা হয়নি। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
বন্ধ আকাশসীমা, স্থলপথেই ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু

বন্ধ আকাশসীমা, স্থলপথেই ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু

‘মব দমন না করে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না’

‘মব দমন না করে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না’

ইরানের সাথে সঙ্ঘাতের মধ্যে হিজবুল্লাহকে সতর্ক করল ইসরাইল

ইরানের সাথে সঙ্ঘাতের মধ্যে হিজবুল্লাহকে সতর্ক করল ইসরাইল

দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক

দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ইয়াছিন, জিএস রায়হান

গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ইয়াছিন, জিএস রায়হান

চাকরিচ্যুতদের বিক্ষোভে পটিয়ায় ২০ ব্যাংকের কার্যক্রম বন্ধ

চাকরিচ্যুতদের বিক্ষোভে পটিয়ায় ২০ ব্যাংকের কার্যক্রম বন্ধ

রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

খাগড়াছড়িতে আজও চলছে ১৪৪ ধারা, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

খাগড়াছড়িতে আজও চলছে ১৪৪ ধারা, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

২১টি হলের মধ্যে ১৮টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ

২১টি হলের মধ্যে ১৮টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ

দেশের ভূখণ্ডে কোনও সন্ত্রাসী তৎপরতা চালাতে দেওয়া হবে না: বিজিবির সেক্টর কমান্ডার

দেশের ভূখণ্ডে কোনও সন্ত্রাসী তৎপরতা চালাতে দেওয়া হবে না: বিজিবির সেক্টর কমান্ডার