ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসচালক নিহতের ঘটনায় মামলা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে মামলাটি করেন নিহত বাসচালকের বোন ময়না আক্তার। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে আসামি সংখ্যা উল্লেখ করা হয়নি।
মামলার পর মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আনোয়ার হোসেন (৪০) ফুলবাড়ীয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি পৌরসভার চাঁদপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বলেন, ‘বাসে দাহ্য পদার্থ দিয়ে আক্রমণ করে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হয়েছেন। সন্ত্রাসবিরোধী আইনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলায় আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছি। পাশের এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনকে শনাক্ত করেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে, তিনি ঘটনার সঙ্গে জড়িত। নিজ বাড়ির পাশে অন্য একটি বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে আনোয়ারকে গ্রেফতার করা হয়। পাঁচ দিনের রিমান্ড চেয়ে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে গত সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়ীয়া-কেশরগঞ্জ সড়কের ভালুকজান এলাকায় মেসার্স ইসলাম ফিলিং স্টেশনে সামনের সড়কে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসচালক জুলহাস মিয়া (৩০) নিহত হন। তিনি উপজেলার ভালুকজান গ্রামের আবদুল বারেক ও সাজেদা আক্তার দম্পতির ছেলে। ওই ঘটনায় দগ্ধ হয়েছেন বাসের ভেতরে থাকা দুজন। তারা চিকিৎসাধীন আছেন।

















