Swadhin News Logo
বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সিলেটে বিটিসিএলের দুটি গুদামে আগুন

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১২, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ
সিলেটে বিটিসিএলের দুটি গুদামে আগুন

সিলেট নগরীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিত্যক্ত দুটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সেমিপাকা দুটি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরীর তালতলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, ‘এটি নিছক একটি দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে নাশকতার কোনও আলামত পাওয়া যায়নি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।’

বিটিসিএলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিহির রায় বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’ 

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক