কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় প্রস্তুতকৃত বিপুল পরিমাণ পেট্রোলবোমা, ককটেল ও গানপাউডারসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকা থেকে পেট্রোলবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠানবাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে পেট্রোলবোমা, ককটেল, গানপাউডার ও হাতবোমা তৈরি করা হচ্ছিল। এমন সংবাদ পেয়ে ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পেট্রোলবোমা, ককটেল, গানপাউডার ও হাতবোমা তৈরির সরঞ্জামসহ তিন জনকে আটক করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘ব্রাহ্মণপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব সরঞ্জামসহ তিন জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

















