Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মুক্তি পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১৩, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ণ
মুক্তি পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। জামিন পেয়ে বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার আবু নূর মো. রেজা জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। জামিনের নথি কারাগারে কারাগারে পৌঁছায়। বুধবার বিকাল ৫টার দিকে পান্নাকে মুক্তি দেওয়া হয়।

কারামুক্ত হওয়ার পর সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান বলে জানান জেল সুপার।

‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম। সেই অনুষ্ঠানে অংশ নেন আবদুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম। অনুষ্ঠানের এক পর্যায়ে মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢুকে অনুষ্ঠানের আয়োজক এবং অংশ নেওয়া ব্যক্তিদের ওপর চড়াও হয়। তারা আলোচনা অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে অবরুদ্ধকারীরা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ অন্তত ১৬ জনকে তুলে দেন।

গত ২৮ আগস্ট দিবাগত রাত পৌনে একটার দিকে আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। রাজধানীর শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নিম্ন আদালতে না মঞ্জুর হলে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক