গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার ভেতরে অবস্থান করছেন শ্রমিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সোয়া ১১টা) শ্রমিকরা কারখানার ভেতরে এবং মূল ফটকের সামনে অবস্থান করছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কোনাবাড়ী (আমবাগ) এলাকার এ জে গ্রুপের হানিওয়েল গার্মেন্টস লিমিটেড পোশাক শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকজন স্টাফকে কারখানার ভেতরে আটকে রেখে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, অক্টোবর মাসের বেতন পরিশোধ না করায় শ্রমিকরা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে কর্মবিরতি পালন করছেন। গত ১০ নভেম্বর বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ ওইদিন বেতন না দিয়ে বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল। কিন্ত এ দিনও বেতন পরিশোধ করতে না করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেন। এ সময় ভেতরে কয়েকজন স্টাফকে রেখে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারী শ্রমিকরা। শ্রমিকদের দাবি, রাতের মধ্যই অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।
কাটিং সেকশনের শ্রমিক মাসুম বাবু বলেন, ‘আজ বেতন না দিয়ে মৌখিকভাবে তিন দিন কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ খবর শুনে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে পড়ে।’
হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেন বলেন, ‘আজ বেতন দেওয়ার কথা থাকলেও যেকোনও কারণ বসত দেওয়া সম্ভব হয়নি। শ্রমিকদের বুঝিয়ে বলা হয়েছে আগামী রবিবার (১৬ নভেম্বর) অক্টোবর মাসের বকেয়া বেতন দেওয়া হবে। কিন্তু শ্রমিকরা তা মানছেন না।’ তিনি বলেন, ‘রাতের মধ্যে কোনও অবস্থাতেই বেতন দেওয়া সম্ভব নয়।’
গাজীপুর শিল্প পুলিশ- ২ এর পরিদর্শক (কোনাবাড়ী জোন) মোর্শেদ জামান বলেন, ‘মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে বিষয়টি সমাধানের জন্য। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
















