২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত গণভোট ও সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে আশা ব্যক্ত করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা–২ আসনে দলটির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় নির্বাচনি প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, ‘বিএনপির প্রতি যে সমর্থন- আজকে এই আমিন বাজারের জনগণ প্রমাণ করেছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন হবে আগামী ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে জনগণের সমর্থন নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
নির্বাচন নিয়ে চক্রান্তের ইঙ্গিত করে তিনি বলেন, ‘যদি কেউ চক্রান্ত করতে চায়, যদি কেউ নির্বাচন বানচাল করতে চায় তাকে আপনারা প্রতিরোধ করবেন। এমন কোনও বাধাই নির্বাচন বন্ধ করতে পারবেনা। নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই ইনশাআল্লাহ নির্বাচন হবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন- সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

















