দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার প্রচারণা শুরু করেছেন দলটির জেলার নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জুমার নামাজের পর শহরের ফরিদপুর কবরস্থানে বেগম জিয়ার পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে এই প্রচারণা কর্মসূচি শুরু হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে ফরিদপুর গোরস্থান মোড়ে সর্বসাধারণের মাঝে খালেদা জিয়ার পক্ষে প্রচার প্রচারণা চালান জেলা বিএনপির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আলোচনার পর খালেদা জিয়ার পরিবারের সদস্যদের কবর জিয়ারতের এবং দিনাজপুর-৩ আসনের প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করার কথা বলা হয়। সেই মোতাবেক জেলার বিভিন্ন নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। চেয়ারপারসনের পরিবারের সদস্যদের জন্য এবং খালেদা জিয়া যেন বিপুল ভোটে জয়লাভ করতে পারেন সেজন্য দোয়া করা হয়েছে। দিনাজপুর জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ তাকে জয়লাভ করাতে সব ধরনের কার্যক্রমে চালিয়ে যাবেন বলেও জানান তারা।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, দলের চেয়ারপারসন এই আসন প্রার্থী হয়েছেন। তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রচারণায় নেমেছি। আশা করি, তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এবং এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন করবেন। এর আগেও তার বড় বোন এই আসনের সংসদ সদস্য ছিলেন এবং ব্যাপক উন্নয়ন করেছেন। সেই ধারাবাহিকতা বজায় থাকবে এমনটা প্রত্যাশা করেন তিনি।

















