Swadhin News Logo
রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভাঙ্গায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২২ জন গ্রেফতার

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১৬, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ
ভাঙ্গায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২২ জন গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তবে পুলিশ বলছে, থানা ভবনে হামলা, উপজেলা পরিষদ এবং হাইওয়ে থানা ভাঙচুরের মামলায় ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলো– রিপন শেখ (৩৪), জালাল শেখ (৩৭), লাভলু মাতুব্বর (৪৮),  রমিচ মোল্লা (৫২), চোকদার (৩০), উজ্জল মিয়া (৩৯), আইয়ুব আলী মোল্লা (৫০) মহিন্দ্রনাথ বিশ্বাস (৬২), রায়হান মাতুব্বর (৩০), মোতালেব সিকদার (৪৭), কোহিনুর হাওলাদার (৫৩), মিন্টু মাতুবের (৫২), হৃদয় মোল্লা (৪০), সজীব মোল্লা (২৪), নুরু মোল্লা (৫৫), পলাশ (৪৭), আবুল হোসেন (৫২) ও আমিনুল মাতব্বর (৫০)।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, ‘ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানা ভাঙচুরসহ ৪টি মামলায় ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড ধারায় মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরের দিকে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক