জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রবিবার (১৬ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
তিনি বলেন, ‘শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘিরে সার্বিক নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করবে চার প্লাটুন বিজিবি। এ ছাড়া ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চলাচল নির্বিঘ্নে করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।’
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, ‘জেলাজুড়ে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর বাইরে প্রতিটা উপজেলা এবং মহাসড়কগুলোতে থাকবে পুলিশ এবং র্যাবের টহল টিম। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত আছি আমরা।’
গত ১৩ নভেম্বর ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের অন্তত পাঁচটি পয়েন্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছের গুঁড়ি এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছিলেন। এতে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় দক্ষিণ অঞ্চলের। সেদিন ছয় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিল ১৩ নভেম্বর। সেদিন ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়। সোমবার এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে আবার কর্মসূচির কথা বলেছে। এর মধ্যে রাজধানীসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

















