Swadhin News Logo
রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গানপাউডার ছিটিয়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১৬, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ
গানপাউডার ছিটিয়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড় করিয়ে করে রাখা ডি-লিংক পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ধামরাই উপজেলাগামী সড়কের ১০০ গজ দূরে বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। প্রায় ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সেখানে পার্কিং করে রাখা হয়। রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে তিন জন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গানপাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর পালিয়ে যায়। পরে আশপাশে থাকা লোকজন এসে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। 

ডি-লিংক বাসের নৈশপ্রহরী ফারুক বলেন, ‘রাত ১০টার দিকে ঢুলিভিটার দিক থেকে দুটি মোটরসাইকেল নিয়ে এসে তারা প্রথমে ইট মারে। এরপর গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয় বাসে। তারা উপজেলা সড়ক দিয়ে পালিয়ে যায়। আমরা আগুন দেখে দ্রুত নিয়ন্ত্রণে আনি।’

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, ‘রাত ১০টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস গানপাউডারের নমুনা দেখতে পেয়েছে। ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে ১০০ গজ দূরে একটি পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি দিয়ে নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক