Swadhin News Logo
সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ময়মনসিংহে টাইফয়েড টিকা কর্মসূচির কর্মীদের মজুরি কম দেওয়ার অভিযোগ

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১৭, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ
ময়মনসিংহে টাইফয়েড টিকা কর্মসূচির কর্মীদের মজুরি কম দেওয়ার অভিযোগ

ময়মনসিংহ সিটি করপোরেশনের অধীনে টাইফয়েড জ্বরের টিকা কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী কর্মীদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। সরকারি নির্দেশনা মোতাবেক ১৮ দিন টাইফয়েড টিকার ইপিআই কার্যক্রমে ৩৩টি ওয়ার্ডে দায়িত্ব পালন করেন অন্তত ৩০০ কর্মী। প্রত্যেক কর্মীকে প্রতিদিন ৫২০ টাকা দেওয়ার কথা থাকলেও কাজ শেষে তাদের ২০০ টাকা দেওয়া হচ্ছে। এ ছাড়া করোনাকালীন ইপিআইয়ে কোভিড টিকা দান কর্মসূচিতে দায়িত্ব পালন করে এখনও সিটি করপারেশন থেকে তাদের প্রাপ্য মজুরি পাননি অভিযোগ স্বেচ্ছাসেবীদের।

স্বেচ্ছাসেবী কর্মী উম্মে সাদিয়া বলেন, ‘টাইফয়েড টিকাদান কার্যক্রমে দায়িত্ব পালন করার জন্য আমাদের ডেকে আনা হয়েছে। তখন বলা হয়েছিল প্রতিদিন মজুরি হিসেবে প্রত্যেক কর্মীকে ৫২০ টাকা দেওয়া হবে। আমরা প্রত্যেকে ১৮ দিন টাইফয়েডের টিকাদান কাজ করেছি। এখন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ.কে দেবনাথ আমাদের ২০০ টাকা মজুরি দিয়েছেন। এখন প্রত্যেককে প্রতিদিনের ৩২০ টাকা করে কম দেওয়া হচ্ছে। এটা আমাদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’

সাদিয়া আরও বলেন, ‘করোনাকালীন আমরা অনেক কর্মী টিকাদান কাজে অংশ নিয়েছিলাম। কিন্তু সেই সময়েও প্রাপ্য মজুরি থেকে এইচ কে দেবনাথ আমাদের বঞ্চিত করেছেন। এখনও করোনাকালীন টিকার কাজে অংশ নেওয়া ৪৩ হাজার টাকা বকেয়া রয়েছে।

আরেক স্বেচ্ছাসেবী কর্মী শুভ্রা বলেন, ‘আমাদের বলা হয়েছে এক ধরনের কথা, এখন কম টাকা দেওয়া হচ্ছে। আমরা ১৮ দিন অনেক কষ্ট করে টিকাদান কার্যক্রম শেষ করেছি। কিন্তু সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আমাদের মজুরি থেকে বঞ্চিত করছেন। আমরা তদন্ত পূর্বক এর বিচার দাবি করছি।’ 

একই অভিযোগ করেছেন অন্তরা ইসলাম। তিনি বলেন, ‘করোনাকালীন ঠিকাদান কাজ করেছিলাম। সেই সময়ের ১৫ হাজার টাকা মজুরি এখনও পাইনি। আমাদের সবসময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করে আসছেন। আমরা আমাদের প্রাপ্য মজুরি চাই।’

এ ব্যাপারে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক টাইফয়েড টিকাদান কাজে নিয়োজিত কর্মীরা ২০০ টাকা করে মজুরি পাবে। এর বেশি দেওয়ার কথা আমি কখনই বলিনি। করোনাকালীন টিকার দেওয়ার সময় অনেকদিন পার হয়ে গেছে। প্রত্যেক কর্মীকেই তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে। কারও সঙ্গে প্রতারণা করিনি আমি।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত