Swadhin News Logo
মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে অগ্নিসংযোগ

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১৮, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে অগ্নিসংযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে গফরগাঁও উপজেলার মশাখালী-মুখি সড়কের আকিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে, কারা কী কারণে আগুন দিয়েছে তা বলতে পারছেন না কেউ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মশাখালী ইউনিয়নের আকিয়াপুর গ্রামের এহসান হাবিব একটি পিকআপ ভ্যান চালাতেন। পিকআপ ভ্যানটির মালিক মুইদ সিদ্দিক ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের চান্দুরাটি গ্রামের বাসিন্দা। ২২ লাখ টাকায় প্রায় ১৫ মাস আগে পিকআপ ভ্যানটি কিনেছিলেন সিদ্দিক। গত রাত ৩টার দিকে মশাখালী-মুখি সড়কে পিকআপ ভ্যানটি রেখে বাড়িতে খেতে যান চালক এহসান হাবিব।

পিকআপ ভ্যানটির মালিক মুইদ সিদ্দিক জানান, পিকআপ ভ্যানটি নিয়ে মাছের খাদ্য আনতে যাওয়ার কথা ছিল চালকের। পিকআপটি বাড়ির সামনে রেখে খেতে যায় বাড়িতে। চালক বাড়িতে যাওয়ার ১০ মিনিটের মধ্যেই সেটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশের লোকজন বের হয়ে দেখতে পান তিনটি মোটরসাইকেলে ৫-৬ জনের একটি দুর্বৃত্ত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। তাদের সবার মুখে মাস্ক পড়া ছিল। স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নেভান।

পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছে। কীভাবে আগুন ধরলো আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক