লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘উত্তরের সংযোগ’ স্লোগানে প্রেস ফাইভ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলার পাঁচটি উপজেলা এবং এসব উপজেলার সাংবাদিকদের কর্মদক্ষতা, কর্মপরিবেশ, ঝুঁকি মোকাবিলাসহ বেশ কিছু দিক সামনে রেখে এ সংগঠন গঠন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টায় সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক প্রেস-৫-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। জেলার সিনিয়র সাংবাদিক ও গাজী টিভির লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমানকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যসচিব নূর আলমগীর অনু, যুগ্ম আহ্বায়ক হিসেবে কলকাতা টিভির মোস্তাফিজুর রহমান এবং বাংলা ট্রিবিউন ও দৈনিক শেয়ার বিজের ফারুক আলমের নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া কমিটির সদস্য করা হয়- রাহেবুল ইসলাম টিটুল (চ্যানেল এস), সাইফুল ইসলাম সবুজ (দৈনিক ডেসটিনি), রবিউল হাসান (নিউজ-২৪) রকিবুল ইসলাম, মাহিরখান (রংপুর সংবাদ), তাহ হিয়াতুল হাবীব মৃদুল (লালমনিরহাট বার্তা) ও আব্দুল মান্নানকে (ডেইলি টাইমস)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি প্রেস-৫-এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ, নীতিমালা প্রণয়ন সংগঠনের সকল দায়িত্ব পালন করবে। এর প্রধান তিন উপদেষ্টা হলেন সাহিত্যিক ও শিক্ষক ড. হাসানুজ্জামান জুয়েল, বাংলা ভিশনের মেহেদী হাসান জুয়েল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক। উপদেষ্টারা জানিয়েছেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার আদায়ে শক্তিশালী ভূমিকা রাখবে।
















