Swadhin News Logo
বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিএনপির প্রার্থীকে ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে মিছিল, যুবদলের দুই নেতাকে অব্যাহতি

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১৯, ২০২৫ ১২:২২ পূর্বাহ্ণ
বিএনপির প্রার্থীকে ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে মিছিল, যুবদলের দুই নেতাকে অব্যাহতি

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মিছিল করায় সোনাতলার বালুয়া ইউনিয়ন যুবদলের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে জেলা যুবদলের দফতর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শামীম হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এ সিদ্ধান্তকে কার্যকর করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শামীম হোসেন ও আবদুস সালামকে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে তাদের।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ‘গত ৮ নভেম্বর বগুড়া-১ আসনে বিএনপির ঘোষিত সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করা হয়। এতে নেতৃত্ব দেন শামীম হোসেন ও আবদুস সালাম। এ বিষয়ে প্রমাণসহ অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

তবে অভিযুক্ত শামীম হোসেন জানান, তার বিরুদ্ধে কী অভিযোগ সে বিষয়ে তিনি কিছু জানেন না। তাকে অব্যাহতি দেওয়ার আগে কৈফিয়ত তলব করা হয়নি। তার নামে অন্তত ১৪টি মামলা রয়েছে। তাকে যুবদল থেকে অব্যাহতি দেওয়া হলেও তিনি বালুয়া ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক পদে আছেন। এ কারণে তার দলীয় কর্মসূচিতে অংশ নিতে কোনও বাধা নেই।

সর্বশেষ - আন্তর্জাতিক