সরকারি চাকরিজীবী হয়েও চাকরিবিধি উপেক্ষা করে আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সদরের হলোখানা ইউনিয়নের সারডোব আরডিআরএস বাজার এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি প্রচারণা সভায় অংশ নিয়ে ধানের শীষে ভোট চান তিনি।
ওই প্রধান শিক্ষকের নাম আব্দুল গফুর। তিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সারডোব গ্রামের বাসিন্দা এবং একই ইউনিয়নের ছাটকালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সরকারি চাকরিজীবী হয়ে রাজনৈতিক দলের সভায় অংশ নেওয়া এবং ভোট চাওয়ার বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা চলছে।
জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, কোনও সরকারি কর্মচারী কোনও প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবেন না। আর সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর ২৫ (৩) ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারী সংসদ নির্বাচনে অথবা অন্যত্র কোনও আইন সভার নির্বাচনে অংশ নিতে অথবা নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করতে বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ করতে বা প্রভাব খাটাতে পারবেন না।
তা ভঙ্গ করে সোমবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি প্রচারণা সভায় অংশ নিয়ে প্রধান শিক্ষক আব্দুল গফুর বক্তব্য রাখেন। এ সময় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান ভোটারদের। তিনি বলেন, ‘সকলে মিলে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমাদের দাবি-দাওয়া আদায়ের চেষ্টা করবো।’
সভায় জেলা বিএনপির সদস্য ও হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার কথা স্বীকার করলেও ধানের শীষে ভোট চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তেমন কোনও বক্তব্য দিইনি। কে বা কারা কখন কীভাবে ভিডিও করেছে, তা আমি জানি না।’
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি চাকরিজীবীদের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ নেই। আমরা এ বিষয়ে খোঁজ নেবো।’

















