ফেনী সদর উপজেলার রামপুর সম্রাট মিলের সামনে একটি কাভার্ডভ্যান ব্রেক কষলে পেছনে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মোহাম্মদ রিপন (৪৫)। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পটিয়াখালী এলাকার শাহজাহানের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালকের সহকারী কামাল হোসেন। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বড় কুমিরা এলাকার আবুল হাশেমের ছেলে। তাকে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালক রিপন গাড়িতে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

















