দুর্বৃত্তের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের দুই জন শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করাসহ ৩ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ফাইনান্স বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। তবে প্রক্টর দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে অবরোধ প্রত্যাহার করেছে।
তাদের অন্য দুই দাবি হলো, কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ক্যান্টিনটি বন্ধ করে দিতে হবে।
এ সময় তারা, ‘সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা’, ‘সন্ত্রাসীর চামড়া, তুলে নেবো আমরা’, ‘সন্ত্রাসীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘রাকসু কী করে, আমার ভাই মেডিক্যালে’, ‘প্রশাসন কী করে, আমার ভাই মেডিক্যালে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা গেছে, অ্যাম্বুলেন্স ছাড়া কোনও গাড়ি চলাচল করতে দিচ্ছে না আন্দোলনকারীরা। মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি চালক বিকল্প রাস্তা ব্যবহার করছেন।
আসিফুর রহমান নামে একজন আন্দোলনকারী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। পুলিশ ফাঁড়ির পাশে এত কিছু হয়ে গেলো। অথচ ফাঁড়ির পুলিশরা কিছুই করতে পারেনি। তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আর কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ওই ক্যান্টিন বন্ধ করে দিতে হবে। আর ১০ বারের বেশি কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও উনি এখনও আমাদের কল রিসিভ করেননি এবং যোগাযোগও করেননি। এরকম অসহযোগিতার জন্য আমরা ভিপির প্রতি নিন্দা জানাচ্ছি।
সার্বিক বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পুলিশ চেষ্টা করছে। তবে, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।
















