Swadhin News Logo
বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিচারকের ছেলে হত্যা মামলার আসামি ফের রিমান্ডে

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২০, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
বিচারকের ছেলে হত্যা মামলার আসামি ফের রিমান্ডে

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান (১৭) হত্যা মামলার আসামি লিমন মিয়ার (৩৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এ আদেশ দেন।

গত ১৫ নভেম্বর লিমন মিয়াকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড দেন। সেই রিমান্ড শেষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৩টার দিকে তাকে আবার আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, আসামি লিমন মিয়ার পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আদালতের কৌঁসুলি আলী আশরাফ মাসুম। প্রায় পাঁচ মিনিটের সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।

রাজশাহী মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম জানান, বৃহস্পতিবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও বলেন, শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার প্রকৃত কারণ, উদ্দেশ্য এবং সম্পৃক্ততা উদঘাটনে লিমনকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক জানান, রাজপাড়া থানার ওসি হবিবুর রহমান আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি নিজে লিমনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করায় আসামিকে ফের থানায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা লিমন মিয়া দীর্ঘদিন ধরে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের পরিবারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতেন। কিন্তু তা বন্ধ হয়ে গেলে ক্ষুব্ধ হয়ে তিনি গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগরের ডাবতলায় বিচারকের ভাড়া বাসায় গিয়ে তাওসিফকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) হত্যার চেষ্টা করা হয়। সেদিন লিমন মিয়াও আহত হন। পরে বিচারক নিজেই বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে লিমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ

কৃষককে পিটিয়ে হত্যার পর ‘ডাকাত’ বলে মসজিদের মাইকে প্রচার

কৃষককে পিটিয়ে হত্যার পর ‘ডাকাত’ বলে মসজিদের মাইকে প্রচার

সালমান এফ রহমান

আমেরিকা কনভিন্স হয়েছিল, নয়তো তখনই আওয়ামী লীগের পতন হয়ে যেত: সালমান

পশ্চিম তীরে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী, আহত ৫

পশ্চিম তীরে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী, আহত ৫

সোমবার মুক্তি পেতে পারেন হামাসের কাছে থাকা জিম্মিরা

সোমবার মুক্তি পেতে পারেন হামাসের কাছে থাকা জিম্মিরা

‘আলোচনার দরজা নিজেরাই বন্ধ করেছে ইসরায়েল’

‘আলোচনার দরজা নিজেরাই বন্ধ করেছে ইসরায়েল’

আ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না

আ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না

ট্রাম্পের আদেশে ১২ বছর পর আবার স্কুলে ফিরছে ‘প্রেসিডেনশিয়াল ফিটনেস টেস্ট’

ট্রাম্পের আদেশে ১২ বছর পর আবার স্কুলে ফিরছে ‘প্রেসিডেনশিয়াল ফিটনেস টেস্ট’

সব নারী হল সংসদেই ভিপি, জিএস ও এজিএসে শিবির সমর্থিত প্যানেল বিজয়ী

সব নারী হল সংসদেই ভিপি, জিএস ও এজিএসে শিবির সমর্থিত প্যানেল বিজয়ী

সুন্দরবনের দস্যু ছোটন বাহিনীর এক সহযোগী আটক

সুন্দরবনের দস্যু ছোটন বাহিনীর এক সহযোগী আটক