Swadhin News Logo
শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাবির শেরে বাংলা হল, শিক্ষার্থীদের নতুন হলে স্থানান্তরের সিদ্ধান্ত

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২২, ২০২৫ ১:৫৬ পূর্বাহ্ণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাবির শেরে বাংলা হল, শিক্ষার্থীদের নতুন হলে স্থানান্তরের সিদ্ধান্ত

ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রায় ৬৩ বছরের পুরোনো শেরে বাংলা ফজলুল হক হলের একটি অংশে হেলে পড়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে। ফলে হলটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অস্থায়ীভাবে খালি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু প্রতিনিধিদের এক জরুরি বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেরে বাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মো. শরিফুল ইসলাম বলেন, কিছুদিন আগে হলটির সংস্কারকাজ শুরু হলেও ভূমিকম্পের ধাক্কায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। জরুরি ভিত্তিতে নতুন নির্মিত ১০ তলা হলের দুইটি ব্লকে শেরে বাংলা হলের শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, নতুন হলের বেশিরভাগ ব্লক এখনও সম্পূর্ণ প্রস্তুত নয়। তবে ব্লক দুইটাতে ২-৪ দিনের মধ্যে প্রয়োজনীয় সংযোগ, পানি-বিদ্যুৎসহ মৌলিক সুবিধা দিয়ে বসবাসযোগ্য করে তোলা হবে। প্রতি ব্লকে রয়েছে ৯০টি রুম; প্রতিটিতে দুইটি সিট। জরুরি ভিত্তিতে ২ টা ব্লকে মোট ২৭০ জন শিক্ষার্থীকে আজই অস্থায়ী এটাসমেন্ট দেওয়া হবে। তারা চাইলে আজকেই সেখানে উঠতে পারবে। যেসব শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে উঠতে অনিচ্ছুক, তারা সাময়িকভাবে বন্ধুদের হলে বা মেসে, আত্মীয়ের বাসায় থাকতে পারবেন। কেউ চাইলে হলের নিরাপদ এলাকায় অস্থায়ীভাবে অবস্থান করতে পারবেন বলে জানান প্রভোস্ট।

এ বিষয়ে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা দাবি জানিয়েছিলাম যাতে শিক্ষার্থীদের আজই নতুন হলের ১০ তলা ভবনে স্থানান্তর করা হয়। শেরে বাংলা হলের শিক্ষার্থীরা চাইলে আজই সেখানে উঠতে পারবে। দাবি মানায় আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।

এর আগে সকালে ভূমিকম্পর ফলে একটি ব্লক হেলে পড়া ও ব্যাপক ফাটল দেখা যায় হলটিতে। শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে মানববন্ধন শুরু করে। পরে রাকসুর প্রতিনিধিরা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দিলে সন্ধ্যায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক