জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা-রানি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে নির্বাচিত হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আকাশ সরকার ও রানি পদে নির্বাচিত হয়েছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)।
শুক্রবার (২১ নভেম্বর) পরিবহন চত্বর সংলগ্ন র্যাগ জোন ভবনে সকাল ৯টা থেকে রাত ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক হাসান নাঈম রাজা-রানি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে রাজা এবং রানি পদে দুই জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৫ ব্যাচ থেকে মোট ভোটার সংখ্যা ছিল ৪৪৫ জন। যেখানে ৩৮৮ জন সশরীরে ও অনলাইনে ৫৭ জন ভোট দিয়েছেন।
সর্বোচ্চ ভোট ২৪৪ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন আকাশ সরকার। তার প্রতিদ্বন্দ্বী ইমরান হোসাইন আবির পেয়েছেন ১৮৩ ভোট। অন্যদিকে, ২৩৯ ভোট পেয়ে রানি নির্বাচিত হয়েছেন মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)। তার প্রতিদ্বন্দ্বী নুসরাত জাহান মুনিয়া পেয়েছেন ১৮৬ ভোট।
সহকারী নির্বাচন কমিশনার এনামুল হক জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের একটি ঐতিহ্য এই রাজা–রানি নির্বাচন। প্রতি বছরই ব্যাচের শিক্ষার্থীরা এই নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস দেখায়, তা সত্যিই অনন্য। আজও তার ব্যতিক্রম ঘটেনি।
নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক হাসান নাঈম বলেন, নির্বাচন সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। অবশেষে আমরা বলতে পারি দিনের পুরোটা সময়জুড়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

















