Swadhin News Logo
শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২২, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নবঞ্চিত এবং মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওছখালী বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, বিকাল থেকে জিরো পয়েন্টের এক পাশে জড়ো হন বিএনপির মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের সমর্থকরা। একই সময়ে অপর পাশে অবস্থান নেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সমর্থকরা। সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর ফজলুল আজিমের সমর্থকরা মাহবুবের রহমান শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল করেন। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

মাহবুবের রহমান শামীমের নির্বাচনি প্রচারণার দায়িত্বে থাকা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, ‘বিকাল থেকে ধানের শীষের প্রচারণা করছিলাম আমরা। সন্ধ্যায় আমাদের লোকজন জিরো পয়েন্টে গেলে ফজলুল আজিমের লোকজন উসকানিমূলক স্লোগান দিয়ে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হন। পরে তারা বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।’

অন্যদিকে ফজলুল আজিমের পক্ষের অনুসারী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো বলেন, ‘মশালমিছিলের প্রস্তুতির সময় শামীমের সমর্থকরা হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে আমরা পুনরায় একত্রিত হয়ে বিক্ষোভ ও মশালমিছিল করেছি।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাইনি। কোনও পক্ষ এখনও থানায় অভিযোগ দেয়নি।’

সর্বশেষ - আন্তর্জাতিক