Swadhin News Logo
রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১০

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২৩, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আফরোজ আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের আরও ১০ জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের কালু মিয়া গোষ্ঠীর সঙ্গে একই গ্রামের ধনু মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে জমিজমাসহ আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিকাল ৫টার দিকে সংঘর্ষে জড়ান। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে ধনু মিয়া পক্ষের আফরোজ আলী ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হন। তাদের মধ্যে ফারুক মিয়া ও তার স্ত্রী নাসিমা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জমিজমা ও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে কালু মিয়া গোষ্ঠীর সঙ্গে একই গ্রামের ধনু মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত অস্থায় কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক