Swadhin News Logo
সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

তাজরিনের আহত শ্রমিকরা জানালেন, চিকিৎসা না পেয়ে তাদের অনেকেই মারা গেছেন

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২৪, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ণ
তাজরিনের আহত শ্রমিকরা জানালেন, চিকিৎসা না পেয়ে তাদের অনেকেই মারা গেছেন

ঢাকার সাভারে ভয়াবহ তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ডের ১৩ বছর পূর্তিতে হতাহতদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পরিত্যক্ত তাজরিন গার্মেন্টসের সামনে প্রতি বছরের মতো জড়ো হন শ্রমিকরা।

এরপর নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন। এ সময় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ও আহত শ্রমিকদের এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান। তারা জানান, চিকিৎসা না পেয়ে বেশ কয়েকজন শ্রমিক মারা গেছেন।

শ্রমিক নেতারা বলেন, ‘আজকে তাজরিনের ১৩ বছর কিন্তু এ ঘটনায় কোনও বিচার এখনও হয়নি। নিহত শ্রমিকদের পরিবারগুলো কষ্টে দিন পার করছে। আর আহত শ্রমিকরা পঙ্গু হয়ে জীবনযাপন করছেন। আমাদের দাবি, তাজরিনের এই ভবনটি ভেঙে এখানে শ্রমিকদের পুনর্বাসন অথবা হাসপাতালে তৈরি করা হোক ও খুনি দেলোয়ারের ফাঁসি হোক।’

এ সময় সেই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। এমনই একজন তাজরিনের আহত শ্রমিক নাসিমা আক্তার বলেন, ‘আজ তাজরিন ঘটনার ১৩ বছর হয়ে গেলো। তারপরও আমরা ন্যায্য ক্ষতিপূরণ পেলাম না। বেঁচে থাকার জন্য শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়েই ঝুটের গোডাউনে অল্প বেতনে কাজ করছি। চিকিৎসা না পেয়ে আমাদের বেশ কয়েকজন শ্রমিক মারা গেছেন। সবাই এই দিনটির কথা ভুলে গেলেও আমরা কোনোভাবেই ভুলতে পারি না।’

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তোবা গ্রুপের গার্মেন্টস কারখানা তাজরিন ফ্যাশন লিমিটেডের মালিক দেলোয়ারের পরিকল্পিত লাগানো আগুনে ১১৪ শ্রমিক নিহত এবং ১৭২ জন গুরুতর আহত হন। এ ছাড়া বহু শ্রমিক আহত আহত হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণ, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক দেলোয়ারসহ দায়ী ব্যক্তিদের বিচার হয়নি।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকার শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণ, আগুনের ঘটনায় কারখানা মালিক দেলোয়ারসহ দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করেনি বরং দলীয় পদ-পদবি দিয়ে পুরস্কৃত করেছে। বর্তমান সরকার শ্রমিকদের বারবার আশ্বাস দিয়ে আসছেন, কিন্তু আশ্বাস বাস্তবায়নের কোনও উদ্যোগ দেখছি না। সবাই শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছেন।’

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরীন গার্মেন্টেসে আগুনে ১১৭ জন শ্রমিক নিহত হন। এ ছাড়া আহত হন প্রায় দুই শতাধিক শ্রমিক।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত