Swadhin News Logo
সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চোর সন্দেহে পাঁচ যুবককে মারপিট, একজন নিহত

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২৪, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
চোর সন্দেহে পাঁচ যুবককে মারপিট, একজন নিহত

ফরিদপুর নগরকান্দায় চোর সন্দেহে পিটিয়ে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। এ মারধরে ‌আহত হয়েছেন আরও তিন জন। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ২টার দিকে সুমন শেখ (২৫), পারভেজ মাতুব্বর (১৮), শাহিন (২৩), এনামুল (২৫), জিহাদ (২৪) নামে পাঁচ যুবক নগরকান্দার তালমার মোড় থেকে রামনগর ইউনিয়নে দেবিনগর দুর্গামন্দিরের সামনে পৌঁছান। সে সময় একটি মোটরসাইকেলে দুই জন এসে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং চোর চোর বলে চিৎকার করে। এরপর স্থানীয় দুই-তিন গ্রামের দুই শতাধিক মানুষ এসে এলোপাতাড়ি মারধর করে। মারধরের শিকার পাঁচ জনের একজন আত্মরক্ষা করে পালিয়ে যায়।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চার জনকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে‌ পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ‌শাহিন (২৩) মারা যায়।

নগরকান্দা থানার ওসি রেজাউল করিম বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক