চট্টগ্রাম নগরীতে ‘এইচবি’ নামে একটি পোশাক কারখানার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে নগরীর উত্তর কাট্টলি এলাকায় ওই গুদামে আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘ছয়তলা কারখানাটির নিচতলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত হননি।’
আগুন লাগার কারণ ও ক্ষতির বিষয়ে তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

















