Swadhin News Logo
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজীপুরে এক শিক্ষার্থীর বিরুদ্ধে ৫ সহপাঠীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২৭, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
গাজীপুরে এক শিক্ষার্থীর বিরুদ্ধে ৫ সহপাঠীকে ছুরিকাঘাতের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে দশম শ্রেণির পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত শিক্ষার্থীরা হলো- উপজেলার কাওরাইদ গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে রিফাত (১৫), শ্রীপুর পৌরসভার কাজীপাড়া এলাকার নয়ন মিয়ার ছেলে নাজিম উদ্দিন (১৫), বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের লিটন মিয়ার ছেলে নিলয় (১৫), নুরুল্লাহর ছেলে মুহীন উদ্দিন (১৫) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রিফাত (১৫)। তারা গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত সিয়াম (১৪) বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের শাহজাহানের ছেলে এবং গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার পর সে পলাতক।

নাম প্রকাশ না করার শর্তে মাদ্রাসার এক শিক্ষার্থী বলেন, বুধবার মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী সিয়াম পরীক্ষা শেষে ক্লাসে বসে উল্টো হয়ে পেছনের টেবিলে কয়েকজন মেয়ে শিক্ষার্থীর দিকে তাকিয়েছিল। ওই সময় মেয়ে শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। আহতদের একজন তাকে জিজ্ঞেস করে তুই এখনও বসে রইলি কেন? পরীক্ষা শেষ হয়েছে বাড়িতে চলে যা। সিয়াম তাকে বলে তোর বাবার মাদ্রাসা? এ নিয়ে সিয়ামের সঙ্গে ওই শিক্ষার্থীর তর্ক হয়। পরীক্ষা শেষে সিয়ামসহ তারা কয়েকজন স্কুলের পাশেই দাঁড়িয়ে গল্প করছিল। সিয়ামকে একজন ধাক্কা দিলে সে শিক্ষকদের কাছে বিচার দেয়। শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে সবাইকে বাড়িতে পাঠিয়ে দেন।

ওই শিক্ষার্থী আরও বলেন, বৃহস্পতিবার পরীক্ষা শুরুর আগেই সিয়াম বাসা থেকে ছুরি নিয়ে মাদ্রাসায় আসে। একপর্যায়ে মাদ্রাসার ছাদে উঠলে শিক্ষক তাকে ছাদ থেকে নামিয়ে জিজ্ঞাসা করে আজকে তোমার পরীক্ষা নেই, তুমি মাদ্রাসায় আসছো কেন? এ কথা বলে বাড়িতে পাঠিয়ে দেয় । আমাদের সবাইকে পরীক্ষা হলে প্রবেশ করায়। সিয়াম বাড়িতে না গিয়ে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত মাদ্রাসার উত্তর-পূর্ব পাশে অপেক্ষা করে। পরীক্ষা শেষ হলে সিয়ামের কাছে ছুরি থাকার কথা শুনে নাজিম উদ্দিন তার কাছে গিয়ে বলে তুই বলে বাড়ি থেকে ছুরি নিয়ে আইছস? পরে শরীরে চেক করার সময় সিয়াম ছুরি বের করে নাজিমকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করতে গেলে আরও চার সহপাঠীকে ছুরিকাঘাত করে। পরে দৌড়ে পালিয়ে যায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসরিন জামান বলেন, ‘ছুরিকাঘাতে আহত অবস্থায় পাঁচ শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাদের মধ্যে গুরুতর আহত রিফাত, নাজিম ও মুহীনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে চলে গেছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘আমি মৌখিকভাবে শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিকাল পর্যন্ত এ বিষয়ে এখনও কেউ কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ‘ঘটনাটি শুনে পুলিশকে তদন্ত করে অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ 

সর্বশেষ - আন্তর্জাতিক