গাজীপুরের শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহদাত হোসেন পাপ্পুর সাংগঠনিক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক গাজীপুর জেলা শাখার অধীনস্থ শ্রীপুর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহদাত হোসেন পাপ্পুর সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এতে ওই নেতার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনও বাধা রইলো না।
বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকায় অভিযোগে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। এক বছরেরও বেশি সময় পর তাকে দলে ফিরিয়ে নেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হলো।
















