Swadhin News Logo
বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম

প্রতিবেদক
Nirob
জুলাই ৩, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দ্বিতীয় দিনের মতো এ বৃক্ষরোপণ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ঠাকুরগাঁওয়ের আয়োজনে বুধবার (২ জুলাই) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় তিন দিনব্যাপী এ কার্যক্রমে ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়ন পরিষদ থেকে চেরাডাঙ্গী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় বনজ, ফলদ ও ঔষধীর ৫ হাজার ৫৫০টি গাছ রোপণ করা হবে। যার মধ্যে মেহেগনি ৪ হাজার, লেবু ৫০, জাম ২০০, কামরাঙা ৫০, সোনালু ৪০, আমরা ৫০, পেয়ারা ১০০, আম ৩০০, চালতা ৫০, জলপাই ১০০, আমলকী ৬০ এবং ১০টি কৃষ্ণচূড়া গাছ রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক