Swadhin News Logo
শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

রংপুরে জামায়াতের সমাবেশে দুই লাখ মানুষ সমাগমের আশা

প্রতিবেদক
Nirob
জুলাই ৪, ২০২৫ ৩:৪২ পূর্বাহ্ণ
রংপুরে জামায়াতের সমাবেশে দুই লাখ মানুষ সমাগমের আশা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে শুক্রবার (৪ জুলাই) রংপুর জেলা স্কুল মাঠে জনসভা করবে জামায়াতে ইসলামী। জনসভায় দুই লাখ মানুষের উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতৃবৃন্দ।

বুধবার (২ জুলাই) দুপুরে নগরীর শাপলা চত্বর এলাকায় অবস্থিত রংপুর মহানগর জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, ‘খুনির বিচার, রাজনৈতিক সংস্কার, সুষ্ঠু নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড গঠন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে এ জনসভা অনুষ্ঠিত হবে।’

জনসভায় রংপুর বিভাগের আট জেলা থেকে দুই লাখ মানুষের সমাবেশ ঘটবে বলে জানানো হয়। প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ ছাড়াও অতিথি হিসেবে থাকবেন- সদ্য কারামুক্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম, জামায়াতের সংসদীয় দলের সাবেক নেতা মজিবর রহমান, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন আহামেদ, অধ্যাপক মাহবুবার রহমান বেলাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশ সফল করার জন্য জনগণকে সভাস্থলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়াও প্রশাসনের কাছে সব ধরনের সহযোগিতা কামনা করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক