রাজশাহীর তানোরে ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে ট্যাপেন্টাডল বিক্রির অভিযোগে একটি সংঘবদ্ধ মাদক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ১৬৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড এবং ৪১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি দল তানোর উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালায়।
আটকরা হলেন- তানোর উপজেলার মাসিন্দা গ্রামের ময়েজ উদ্দিন (৭৩), তার ছেলে মো. খোকন (৩৫), একই গ্রামের হাফিজুর (৩৫), রাইতান বড়শো গ্রামের ইসমাইল হোসেন (২৬) ও মো. ছারু খান (২৯)।
রবিবার (৬ জুলাই) দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালীগঞ্জ বাজারে অবস্থিত ময়েজ উদ্দিনের ফার্মেসিতে অবৈধ মাদকদ্রব্য মজুত ও বিক্রি করার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ফার্মেসি থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।