Swadhin News Logo
সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব বরখাস্ত

প্রতিবেদক
Nirob
জুলাই ৭, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব বরখাস্ত

এইচএসসি পরীক্ষায় নিজ সন্তানের ফলাফল নিয়ে জালিয়াতির ঘটনায় দায়ের হওয়া মামলায় কারাগারে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণ চন্দ্র নাথ তার ছেলের পরীক্ষার ফলাফল জালিয়াতির মামলায় গত ১৭ জুন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠিয়ে দেন। তাই ১৭ জুন থেকে সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব একেএম সামছু উদ্দিন আজাদ বলেন, ‘এ সংক্রান্ত চিঠি আমরা এখনও পাইনি। তবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি আমরা জেনেছি।’

এর আগে গত ১৭ জুন চট্টগ্রামের মহানগর হাকিম আদালতের বিচারক মো. মিজানুর রহমান নারায়ণ চন্দ্রের জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলায় হাইকোর্ট থেকে নেওয়া চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন তিনি। আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

২০২৩ সালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথ। ওই বছরের ২৬ নভেম্বর ফল ঘোষণার পর দেখা যায়, নক্ষত্র দেবনাথ জিপিএ-৫ পেয়েছেন, যা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। সে সময় নক্ষত্রের বাবা নারায়ণ চন্দ্র নাথ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন।

অভিযোগ ওঠে, প্রভাব খাটিয়ে সন্তানকে জিপিএ-৫ পাইয়ে দিয়েছেন। এরপর ঘটনা থানা থেকে আদালত পর্যন্ত গড়ায়। পরে বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন নারায়ণ চন্দ্র। এ বিষয়ে আট সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আদালত। পরে মাউশি ও বোর্ডের আপিলে রিটের আদেশ বাতিল করা হয়। তদন্তে ফল জালিয়াতির বিষয়টি প্রমাণিত হলে গত বছরের ১৫ সেপ্টেম্বর এ বিষয়ে ব্যবস্থা নিতে বোর্ডকে নির্দেশ দেয় মন্ত্রণালয়। একই বছরের ২৪ অক্টোবর শিক্ষা বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় নক্ষত্রের ফল বাতিল করা হয়।

এ ঘটনায় চলতি বছরের ২১ জানুয়ারি প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ ও তার ছেলে নক্ষত্র দেবনাথসহ মোট চার জনের বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রামের শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. একেএম সামছু উদ্দিন আজাদ। বাকি আসামিরা হলেন– চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার ও প্রাক্তন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান।

চলতি বছরের ১৫ মার্চ একই মামলায় জামিন মঞ্জুর না করে শিক্ষাবোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
আমরা জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই : রিজভী

আমরা জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই : রিজভী

আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে শক্তি প্রদর্শন করেছে: খামেনি

আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে শক্তি প্রদর্শন করেছে: খামেনি

মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে

মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে

ইসরাইলি হামলার মাঝেও ইরানি মসজিদগুলোতে জুমার নামাজে মুসল্লিদের ঢল

ইসরাইলি হামলার মাঝেও ইরানি মসজিদগুলোতে জুমার নামাজে মুসল্লিদের ঢল

এস এম ই সেক্টর অর্থনীতির চালিকা শক্তি হলেও অবহেলিত থাকছে ক্ষুদ্র ছোট উদ্যোক্তারা : আতিকুর রহমানের কথন

এস এম ই সেক্টর অর্থনীতির চালিকা শক্তি হলেও অবহেলিত থাকছে ক্ষুদ্র ছোট উদ্যোক্তারা : আতিকুর রহমানের কথন

জাস্টিনের চার-শব্দের বার্তার পরে বেরিয়ে আসার সাথে সাথে হাইলি বিবার তার টোনড মিডরিফকে একটি লাল ট্যাঙ্কের শীর্ষে এবং নিম্ন-উত্থিত জিন্সে ফ্ল্যাশ করেছেন

জাস্টিনের চার-শব্দের বার্তার পরে বেরিয়ে আসার সাথে সাথে হাইলি বিবার তার টোনড মিডরিফকে একটি লাল ট্যাঙ্কের শীর্ষে এবং নিম্ন-উত্থিত জিন্সে ফ্ল্যাশ করেছেন

ইসরাইলে আবারো হামলা চালিয়েছে ইরান

ইসরাইলে আবারো হামলা চালিয়েছে ইরান

ইরানকে সহায়তা না করার কারণ জানালেন পুতিন

ইরানকে সহায়তা না করার কারণ জানালেন পুতিন

শৈলকূপায় ট্রাক চাপায় প্রাণ গেল একজনের

শৈলকূপায় ট্রাক চাপায় প্রাণ গেল একজনের

নির্বাচন দেরি হলে জুডিশিয়াল-আইনশৃঙ্খলা ভেঙে পড়বে: মির্জা ফখরুল

নির্বাচন দেরি হলে জুডিশিয়াল-আইনশৃঙ্খলা ভেঙে পড়বে: মির্জা ফখরুল