Swadhin News Logo
সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

‘বিচার-সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি’

প্রতিবেদক
Nirob
জুলাই ৭, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
‘বিচার-সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি।’ মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার (৭ জুলাই) বিকালে সিরাজগঞ্জের বাজার স্টেশনের মুক্তির সোপানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম স্থানীয় জনতার উদ্দেশে বলেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিনাশ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। সিরাজগঞ্জ থেকে শুরু করে দেশের প্রতিটি জেলায় আপনারা আমাদের সমর্থন দিয়েছিলেন। তেমনই বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা বলেছিলাম গণঅভ্যুত্থানের পরে নিরপেক্ষ প্রশাসন চাই, বিচার ব্যবস্থা চাই। আমরা আগে দেখতাম, তারা একটা দলের হয়ে কাজ করতো। আমরা চাই না এখনও তারা সেটা করুক। আমরা দেখেছি, আয়না ঘর থেকে শুরু করে কত কিছু করা হয়েছে। তাহলে আমরা বিচার ও সংস্কার ছাড়া কীভাবে নির্বাচনের দিকে যাবো? বিচার না হলে কীভাবে আমরা শহীদ ভাইবোনদের পরিবারের সামনে গিয়ে দাঁড়াবো?

‘আমরা শুনতে পাচ্ছি ডিসি-এসপি অফিসগুলো নাকি অনেক দলের অফিসে পরিণত হচ্ছে। আমরা আপনাদের বলছি, আপনারা বেনজীর হবেন না, ডিবি হারুন হবেন না। তাহলে আবার একটা না একটা নাহিদ-সারজিস রাজপথে নেমে আসবে।’

পথসভায় এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এনসিপিতে যোগ দিতে চাইলে নাকি ভয় দেখানো হয়। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদের জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। আমাদের জানাবেন, শুধু ঢাকা থেকে আসতে যতটুকু সময়।’

সাধারণ মানুষই পরবর্তীতে নেতৃত্ব নির্ধারণ করবেন জানিয়ে তিনি বলেন, ‘আমার বক্তব্যে বসুন্ধরার মিডিয়া বেজার হয়েছে। আমি ভয় পাই না, আমি আবার বলবো, বলতেই থাকবো।’

এ সময় এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক মাহিন সরকার, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, এনসিপি নেত্রী তাসনুভা জাবিনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকাল পৌনে ৬টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের মুক্তির সোপানে এসে পৌঁছান নেতাকর্মীরা। পথসভা শেষে একটি পদযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা।

স্বাধীন নিউজে সর্বশেষ

মাস্টারচেফ তারকারা সারা টড এবং ডিক্লান ক্লিয়ারি শক এজ-গ্যাপ রোম্যান্সকে নিশ্চিত করার পরে তাদের সম্পর্কের একটি বিশাল পদক্ষেপ নিয়েছেন
মাস্টারচেফ তারকারা সারা টড এবং ডিক্লান ক্লিয়ারি শক এজ-গ্যাপ রোম্যান্সকে নিশ্চিত করার পরে তাদের সম্পর্কের একটি বিশাল পদক্ষেপ নিয়েছেন
জ্যানেট জ্যাকসন এবং অস্কার বিজয়ী এডি রেডমায়েন ব্রিটিশ টিভি আইকনগুলির সাথে কাঁধ ঘষে ডেনিস ওয়েলচ এবং ক্লেয়ার সুইনি যখন তারা ক্যাবারেটির 1500 তম পারফরম্যান্স উদযাপন করছেন
জ্যানেট জ্যাকসন এবং অস্কার বিজয়ী এডি রেডমায়েন ব্রিটিশ টিভি আইকনগুলির সাথে কাঁধ ঘষে ডেনিস ওয়েলচ এবং ক্লেয়ার সুইনি যখন তারা ক্যাবারেটির 1500 তম পারফরম্যান্স উদযাপন করছেন
লর্ড এমন কঠিন সময়ে স্বীকার করেছেন যেখানে তিনি ভাবেন নি যে তিনি ‘আবার কখনও সংগীত তৈরি করবেন’ কারণ তিনি যা ভাবেন তার সবই ‘যতটা সম্ভব সামান্য ওজন করা’
লর্ড এমন কঠিন সময়ে স্বীকার করেছেন যেখানে তিনি ভাবেন নি যে তিনি ‘আবার কখনও সংগীত তৈরি করবেন’ কারণ তিনি যা ভাবেন তার সবই ‘যতটা সম্ভব সামান্য ওজন করা’
বিয়ের ছয় বছর পরে ডেনিস রিচার্ডসের স্বামী অ্যারন ফাইপারস বিবাহবিচ্ছেদের জন্য ফাইলগুলি
বিয়ের ছয় বছর পরে ডেনিস রিচার্ডসের স্বামী অ্যারন ফাইপারস বিবাহবিচ্ছেদের জন্য ফাইলগুলি

সর্বশেষ - আন্তর্জাতিক