এ বছর এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। এবার এক হাজার ৫শ ২টি স্কুল থেকে ৮২ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৬ হাজার ৭৫৮ জন এবং অকৃতকার্য হয়েছে ৩৬ হাজার ১৭৩ জন। গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩। বৃহস্পতিবার বরিশাল শিক্ষা বোর্ড এ ফল ঘোষণা করে।
এবার জিপিএ ফাইভ পেয়েছে ৩ হাজার ১১৪ জন। পাসের হার এবং জিপিএ ফাইভ উভয় ক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা। জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ৬৮৫ জন মেয়ে এবং ১ হাজার ৪২৬ জন ছেলে।
এ বছর গড় পাসের হারে পিরোজপুর জেলা রয়েছে বোর্ডের মধ্যে সবার শীর্ষে। এ জেলায় পাসের হার ৬৫ দশমিক ৩৮। তবে গত বছরের চেয়ে এবারে এ জেলাসহ সব জেলার পাসের হার অনেক কম।
বোর্ড চেয়ারম্যান প্রফেসর মে. ইউনুস আলী সিদ্দিকী জানান, বোর্ডের আওতাধীন ১ হাজার ৫০২টি বিদ্যালয়ের মধ্যে ১৭টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। যার মধ্যে পিরোজপুর জেলায় সর্বোচ্চ ৭টি, এরপর বরিশাল জেলায় ৬টি, পটুয়াখালীতে ৩টি ও ভোলায় ১টি বিদ্যালয় রয়েছে।’
এ ছাড়া ৬ জেলায় ১৬টি বিদ্যালয়ে ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে কেউ পাস করেনি।

















