Swadhin News Logo
শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দায়িত্বরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রতিবেদক
Nirob
জুলাই ১১, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ
দায়িত্বরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোক করে সাঈদুজ্জামান নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (১১ জুলাই)  সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার  রাতে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় দায়িত্বরত অবস্থায় তার মৃত্যু হয়। এসআই সাঈদুজ্জামান (৪৯) কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন সাঈদুজ্জামান। তাৎক্ষণিক তাকে উদ্ধার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ওই চিকিৎসক নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। শুক্রবার সকালে পুলিশ লাইন্সে জানাজা নামাজ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক