ফেনীতে পানি কমতে শুরু করেছে। শহরের দিকে অনেক জায়গায় পানি কমে গিয়েছে। তবে কিছু কিছু জায়গায়, বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখন ও পানির পরিমান অনেক বেশি এবং অনেক মানুষ পানির মধ্যে আটকা পরে আছে। তারা সেখানে কোনো ত্রাণ সহযোগিতা তেমন একটা পাচ্ছে না। দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী টিম ও নানান শ্রেণী-পেশার মানুষ ত্রাণ সহযোগিতা ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ফেনীতে গিয়েছেন।তবে সেখানকার স্থানীয় জনগণ জানান লস্করহাট,পরশুরাম,ফুলগাজীসহ আরো কিছু এলাকা, ফেনী শহর থেকে ভিতরের দিকে হওয়াতে সেখানে ত্রাণ সহযোগিতা বা উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি স্বেচ্ছাসেবী টিম ছাড়া কেউ যাচ্ছেনা। এছাড়া বেশিরভাগ ত্রাণ দেওয়া হচ্ছে শহরে এবং আশেপাশের এলাকা গুলোতে।
এছাড়া একটি বিষয়ে বেশি শুনা যাচ্ছে সেটি হচ্ছে ত্রাণ সিন্ডিকেট।অনেকে বলছে এই সিন্ডিকেট ত্রাণ বাণিজ্য ও করছে। যার কারণে দুর্গম এলাকার বানবাসী মানুষ ত্রাণ পাচ্ছে না।ফেনীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন, অনেকে ত্রাণ দেয়ার নামে সেখানে গিয়ে ছবি তুলছেন,ভিডিও করছেন,এদিক সেদিক ঘুরা ঘুরিও করছেন। যার কারণে ত্রাণ বিতরণ ও উদ্ধার কাযক্রমে বিঘ্ন ঘটছে।
ফেনীর বন্যার্ত মানুষের এখন সবচেয়ে বেশি প্রয়োজন পর্যাপ্ত পরিমানের শুকনা খাবার,স্যালাইন এবং বিশুদ্ধ পানি। এই জিনিস গুলোর প্রায় সংকট দেখা দিচ্ছে। সবচেয়ে বেশি প্রয়োজন বিশুদ্ধ খাবার পানি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন বিল্ডিং এর উপর যারা অবস্থান নিয়েছেন,তারা বিশুদ্ধ পানি এবং পর্যাপ্ত পরিমানে খাবারের সহযোগিতা চাচ্ছেন।
এখনো সোনাগাজী,দাগনভূইয়াসহ আরো বেশ কিছু এলাকায় পানির আধিক্যেতা রয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে ফেনী তে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গিয়েছে।